diff --git a/translations/README.bn.md b/translations/README.bn.md index 7bd5f304822..8a628a96fc5 100644 --- a/translations/README.bn.md +++ b/translations/README.bn.md @@ -3,7 +3,7 @@ [![License: MIT](https://img.shields.io/badge/License-MIT-green.svg)](https://opensource.org/licenses/MIT) [![Open Source Helpers](https://www.codetriage.com/roshanjossey/first-contributions/badges/users.svg)](https://www.codetriage.com/roshanjossey/first-contributions) -# প্রথম অবদান +# প্রথম অবদানসমূহ প্রথমবারের মতো কোনো কাজ করতে গেলে তা কঠিন বলেই মনে হবে। আর আপনি যদি অন্যদের কাজে সহযোগিতা করেন, তাহলে ভুলভ্রান্তিগুলো অত্যন্ত বিব্রতকর। অথচ 'ওপেন সোর্স'-এর মূল বিষয়টিই হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও একত্রে কাজ করা। আমরা চাই ওপেন সোর্সে অবদান রাখতে ইচ্ছুক নবীনরা যেন সহজেই শিখতে পারে এবং প্রথমবারের মতো তাদের অবদান রাখতে পারে।